ফিলিপাইনে উদ্ধার হওয়া ১ কোটি ৫২ লাখ ডলার দেশটিতে বাংলাদেশ দূতাবাসে জমা হয়েছে। শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল এ অর্থ গ্রহণ করে।
বিজ্ঞাপন
জমা হওয়া অর্থের মধ্যে ডলারের অংশটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে নিউইয়র্ক ফেডের বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হবে। আর পেসো অংশটি বাংলাদেশ দূতাবাসের হিসাবের মাধ্যমে নিউইয়র্ক ফেডে জমা হবে।
এর আগে গেলো সেপ্টেম্বরে রিজার্ভ চুরির উদ্ধার হওয়া এ দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দেন ফিলিপাইনের আদালত।
বিজ্ঞাপন
ডিএইচ