ক্লাব ফুটবলের সেরা দ্বৈরথ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলা শনিবার। স্প্যানিশ লা লিগার খেলাটি ন্যু ক্যাম্পে শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
বিজ্ঞাপন
সাম্প্রতিক বছরগুলোতে এল ক্লাসিকোর আগে এতটা কোণঠাসা অবস্থায় কখনোই ছিল না বার্সেলোনা। ইনজুরি কাটিয়ে ইনিয়েস্তা ফিরলেও বার্সার মাঝমাঠের দাপট এখন আর নেই। সমস্যা রয়েছে রক্ষণভাগেও। আক্রমণে মেসি-সুয়ারেজ-নেইমারই ভরসা ব্লগ্রানাদের। যদিও শেষ ম্যাচগুলো বলছে, ফর্মহীন সুয়ারেজ ও গোলহীন নেইমারের কথা।
বিপরীতে জয়ের ধারাবাহিকতায় দারুণ উদ্যমী রিয়াল মাদ্রিদ শিবির। ইনজুরির কারণে গ্যারেথ বেলকে না পেলেও রোনালদোর ফর্ম ও বেনজিমা, মড্রিচ, হামেস রদ্রিগেজদের ছন্দে নির্ভার কোচ জিনেদিন জিদান।
বিজ্ঞাপন
কে/এমকে