পর্যটকদের সুবিধার জন্য ভারত ই-ভিসার সুবিধা বাড়ালেও বাংলাদেশেকে এবারও এ সুবিধা দেয়নি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন আরো ৮টি দেশের জন্য ই-ভিসার সুবিধা বাড়িয়েছে। পর্যটন ছাড়া আরো কয়েকটি খাতেও ই-ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান বলছে, আমেরিকার পর বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি নাগরিক ভারতে যায়। গেলো বছর ১৩ লাখেরও বেশি বাংলাদেশি ভিসা নিয়ে ভারত সফর করেছে।
কিন্তু ভিসা নিতে বাংলাদেশিদের শোচনীয়ভাবে নাজেহাল হতে হয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। তাদের এই ভোগান্তির সবচেয়ে সহজ সমাধান হতে পারে ই-ভিসা, যদিও ভারত এখনও তা বাংলাদেশকে দিতে রাজি হচ্ছে না।
বর্তমানে ১৫০টি দেশের নাগরিকের জন্য ই-ট্যুরিস্ট ভিসা সুবিধা দিচ্ছে ভারত। অথচ এতো দেশের মধ্যেও নেই বাংলাদেশের স্থান!
কে/ এমকে