ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

চুরি হয়ে গেলো বিসমিল্লা খানের ৫ টি সানাই

আরটিভি অনলাইন, আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১৬ , ১০:৪৩ এএম


loading/img

ওস্তাদ বিসমিল্লা খানের ৫টি সানাই চুরি হয়ে গেছে। এমনটাই জানালেন তাঁর ছেলে কাজিম হুসেন। ঘরের তালা ভেঙেই সানাইগুলো চুরি করা হয় বলে জানা যায়।

বিজ্ঞাপন

কাজিম হুসেন জানান, ৩০ নভেম্বর তারা সপরিবারে পৈত্রিক ভিটা সরাই হারায়েতে যান। সেখান থেকে রোববার ফিরে আসেন ডান মাণ্ডিতে। বাড়িতে এসেই দেখতে পান সদর দরজার তালা ভাঙা। ঘরে ঢুকে বুঝতে পারেন তার বাবার পাঁচটি সানাই চুরি হয়ে গেছে। এর মধ্যে একটি কাঠের। বাকি চারটি রুপোর।

কাজিম জানান, রুপোর সানাইগুলো শিল্পীকে বিশিষ্টজনেরা উপহার হিসেবে দিয়েছিলেন। আর কাঠের সানাইটি মহররমের ৫ম এবং ৭ম দিনে বাজাতেন ওস্তাদ বিসমিল্লা খান।

বিজ্ঞাপন

সানাই ছাড়াও দুটি সোনার চুরি এবং কিছু স্মারকও চুরি গেছে। বছর দুয়েক আগেও বিসমিল্লা খানের একটি সানাই চুরি হয়ে যায়।

এফএস/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |