চট্টগ্রামের পাহাড়তলীর (কর্নেলহাট) আস্তানা থেকে আরো ৩ জঙ্গিকে আটক করেছে র্যাব। এখান থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই, বিস্ফোরক, অস্ত্র, গ্রেনেড ও ল্যাপটপ উদ্ধার করা হয়। এনিয়ে ৫ জঙ্গিকে আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়।
বেলা পৌনে ১১ টায় র্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অনেক সময় জঙ্গিরা নিষ্ক্রিয় থাকলেও, আবার সক্রিয় হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা সফল হতে পারেনি।
র্যাব কর্মকর্তা বলেন, তাদের ভেতর থেকে বেরিয়ে আসার আহ্বান জানালে, তাতে সাড়া দেয়নি। অভিযান শুরু হলে জঙ্গিরা আলামত নষ্ট করতে ল্যাপটপ ও কিছু ডিভাইস পুড়িয়ে দেয়।
মাহমুদ জানান, একে খান মোড় থেকে আটককৃতরা হলেন, তাজুল ইসলাম ও নাজিমুদ্দীন। তাদের তথ্যের ভিত্তিতে কর্নেলহাটের আস্তানা থেকে আটক করা হয় আবুজর গিফারী, নুরে আলম ও ইহতিসাব আহমেদকে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের এ পরিচয় দিয়েছেন। তারা সবাই নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজির) সদস্য।
জেএইচ