নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর হয়ে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন দলের সংসদ সদস্য শামীম ওসমান।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শামীম ওসমান বলেন, একজন সংসদ সদস্য হওয়ায় সিটি করপোরেশন এলাকার বাইরে সংবাদ সম্মেলন করছি। এ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আইভীর সঙ্গে আছি। তার জন্য সবার কাছে দোয়া চাই। তার হয়ে দলের সব নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানাই।
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আরো বলেন, আইভীর সঙ্গে আমার কোনো বিবাদ নেই।স্বামী-স্ত্রীর মধ্যে যেমন ঝগড়া হয়, ভাই-বোনের মধ্যেও তা হয়।আইভী আমার ছোট বোন। আমার কথায় ও হয়তো কখনো কষ্ট পেয়েছে। আবার ওর কথায়ও আমি কষ্ট পেয়েছি। তবে আমি বেশি কষ্ট পেয়েছি।এখন আমি ওর জন্য দোয়া চাই। আপনারা ওকে জয়ী করে তুলুন।
ডিএইচ