বলিউড সুপারস্টার সালমান খান’র যৌনজীবন ফাঁস করলেন তারই ভাই আরবাজ খান। বললেন, সেক্স ছাড়া ১ মাসও চলতে পারেন না সল্লু।
সদ্যই অনুষ্ঠিত হয়ে গেলো ভারতের সবচেয়ে জনপ্রিয় টিভি শো’ কফি উইথ করন’র সেঞ্চুরি পর্ব। এ পর্বে হাজির ছিলেন খান পরিবারের ৩ ভাই -সালমান, সোহেল ও আরবাজ।
বরাবরের মতো এবারের পর্বটিও পরিচালনা করেন বলিউডের গুণী নির্মাতা করন জোহর। এতে ৩ ভাইকে নানা বিষয়ে প্রশ্ন করেন তিনি। তবে এর ‘ক্রস ফায়ার রাউন্ড’-এ ভ্রু কুচকে যায় সবার।
‘কফি উইথ করন’-এ বলিউডের বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রীর ব্যক্তিগত তথ্য বের করতে করন জোহরের জুড়িমেলাভার। এবারো তার ব্যত্যয় ঘটেনি। তিনি সালমান খান’র যৌনজীবন নিয়ে তথ্য ঠিকই বের করে ফেলেন।
এ রাউন্ডে আরবাজ খান’র কাছে করন জোহর জানতে চান, বলিউড তারকাদের মধ্যে কে সেক্স ছাড়া ১ মাসও চলতে পারেন না? জবাবে তিনি বলেন, সালমান খান। তার দিকে তাকিয়ে বলায় প্রথমে কিছুটা বিব্রতবোধ করলেও কিছুক্ষণ পরই অট্টহাসিতে ফেটে পড়েন তিনি, আরবাজ, করন ও সোহেল।
এ সময় সালমান স্বীকার করেন, এখনো তাকে মারধর করেন তারা বাবা-মা।
বয়স তো আর কম হয়নি। ৫০ পার হতে চলেছে। তো ভবিষ্যতেও বাবা-মার হাতে মার খেতে চান কি? এমন প্রশ্নের জবাবে ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত অভিনেতা বলেন, ভুল করলে সামনেও তাদের হাতে মার খাবেন। এদের মধ্যে বাবা সেলিম খান তাকে বেশি মারেন বলেন স্বীকার করেন তিনি।
ডিএইচ