বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড।
দলে ফিরেছেন লুক রঞ্চি ও নেইল ব্রুম। বাদ পড়েছেন, বিজে ওয়াটলিং, টড অ্যাশলে ও হ্যানরি নিকোলস। কিউইদের অধিনায়কের দায়িত্বে থাকছেন কেন উইলিয়ামসন। এছাড়া রয়েছেন তারকা পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।টেস্ট অভিষেকে আলো ছড়ানো কলিন ডি গ্র্যান্ডহোমও রয়েছেন ঘোষিত দলে।
টাইগারদের বিপক্ষে ৩টি ওয়ানডে ৩ টি-২০ ও ২ টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপসরা। ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে সিরিজ।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), নেইল ব্রুম, লুকি ফার্গুসন, লুক রঞ্চি, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, মিশেল সান্টনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
ডিএইচ