আফগানিস্তানের কান্দাহারের বিমানবন্দরে ৫ নারী নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দু’বন্দুকধারী। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
কান্দাহার গভর্নরের মুখপাত্র শামিম আখালওয়াক জানান, ওই কর্মীরা শনিবার সকালে এয়ারপোর্টে টহল দিচ্ছিলেন। এসময় দু’বন্দুকধারী মোটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে মিনিভ্যানে থাকা ৫ কর্মীই মারা যান।
ভ্যানচালকও মারা যান বন্দুকধারীদের গুলিতে। বিমানবন্দরে নারী পর্যটকদের সার্চিংয়ের দায়িত্বে ছিলেন নিহত ৫ কর্মী। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এফএস/ এস