ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ , ১১:২৮ পিএম


loading/img

টানা ১৫ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এলো গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটের আগুন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার রাতে গুলশানের উত্তর সিটি করপোরেশনের মার্কেটটিতে আগুন লাগে। অল্প সময়েই তা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

আগুনের ভয়াবহতার শুরুতেই তা নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। তাদের মতে, রাত আড়াইটায় মার্কেটের পূর্বপাশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তীব্র আগুনে ঘণ্টা দুয়েকের মধ্যেই ধসে পড়ে মার্কেটের একাংশ।

দোকান মালিক সমিতি জানায়, উত্তর সিটি করপোরেশনের এ মার্কেটে আসবাবপত্র, প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ প্রায় ১ হাজারেরও বেশি দোকান আছে।

এর মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকশ’ দোকান।

বিজ্ঞাপন

আগুনের ঘটনাকে নাশকতা বলছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি মেয়র আনিসুল হক, পুলিশ প্রধান ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

এসজে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |