স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এস্তাদিও এল সদরে ওসাসুনাকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
খেলার ২৪ মিনিটে রিয়ালকে লিড এনে দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ৩৩ মিনিটে ওসাসুনাকে সমতায় ফেরান সার্জিও লিওন।
কিন্তু ৬২ মিনিটে ইসকো ও শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে লুকাস ভ্যাসকুয়েজ গোল করলে, সহজ জয়ে মাঠ ছাড়ে লস-ব্লাঙ্কোসরা।
এ জয়ে বার্সেলোনা থেকে দু’ম্যাচ কম খেলেও শীর্ষস্থান অক্ষুণ্ন রাখলো রিয়াল। এদিকে এস্তাদিও দি মেন্দি জোরোজাতে আলাভেসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
৩৭ মিনিটে ব্লগ্রানাদের হয়ে গোল উৎসবের সূচনা করেন উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ৬৭ মিনিটে নিজের ডাবল পূরণ করেন এল পিস্তোলেরো।
এছাড়া একটি করে গোল করেন নেইমার, মেসি ও রাকিচিত। বাকিটা আত্মঘাতী।
ওয়াই/