ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাটুরিয়ায় ১১ ঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ , ০৮:৫২ এএম


loading/img

মানিকগঞ্জের সাটুরিয়ায় রোববার বিকেলে ১১টি ঘরে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এসময় তিন জন আগুনে পুড়ে ঝলসে গেছে। তারা হলেন- আওলাদ হোসেন, নাজমা বেগম ও রোকেয়া বেগম। আহতদের সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, রোববার বিকেল ৫টার দিকে বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।এতে একটি বাড়ির ১১টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

আগুনে জুয়েল রানা নামে এক দাখিল পরীক্ষার্থীর বই, রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড পুড়ে যায়। এ সময় জালাল, আওলাদ, মোকছেদ ও নাজমা বেগমের ১১টি ছোট-বড় ঘর পুড়ে যায়। আগুনে তাদের একটি অটোভ্যান ও একটি গাভী ভস্মীভূত হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন করে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম দাখিল পরীক্ষার্থীর নতুন বই, জামা কাপড় ও বিকল্পভাবে পরীক্ষার দেয়ার সকল ব্যবস্থা নিশ্চিত করেন।

সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পূর্ণম সাহা আরটিভি অনলাইনকে বলেন, আহতদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি একজন ভর্তি আছেন। তবে সে আশঙ্কামুক্ত।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আগুনে ৮টি পরিবারের সবকিছুই পুড়ে গেছে। তাদের প্রতি পরিবারের জন্য ৩০ কেজি করে চাল ও ৩টি করে কম্বল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাইম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। নগদ টাকা, ধান চাল, একটি গাভীসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |