ঢাকাসোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ , ০১:৩২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান সৌরভী। 

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে নয়টায় নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট পদত্যাগের বিষয়টি নুসরাত জাহান সৌরভী নিশ্চিত করেন। 

তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‌‘নওয়াব ফয়জুন্নেছা হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম।’

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান সৌরভী বলেন, ‘আপনিও মানুষ আমিও মানুষ, আপনি জানেন দেশে কি হচ্ছে। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।’

এর আগে রাত আটটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসার শহর থেকে ক্যাম্পাসে আসলে, হলে যাওয়ার পথে ছাত্রলীগের আটজন কর্মী তাকে ডেকে নিয়ে ফোন চেক করে কাউসারকে মারধর করেন। এ ঘটনার পরেই পদত্যাগ করেন নুসরাত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |