• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৪
এসএসসি পরীক্ষা,  প্রক্সি, যুবকের কারাদণ্ড
নোয়াখালি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে জিহাদ উদ্দিন (২৫) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি সোনাদিয়া ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামে।

আজ রোববার বিকেলে এসএসসি পরীক্ষার হাতিয়া-১ কেন্দ্র ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব রাহাতে জান্নাত মোসাম্মৎ ফেরদাউস আক্তার জানান, আজ রোববার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালীন একজনকে সন্দেহ হলে যাচাই-বাছাইকালে জানা যায় সে প্রকৃত পরীক্ষার্থী নয়। সে বুড়িরচর শহীদ আলী আহাম্মদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী আব্দুল মাহবুব শুভ’র হয়ে প্রক্সি দিচ্ছিলো। এ সময় তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-এ-আলম বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এজে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক ২২
প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে
ছাত্রলীগ নেতার হয়ে প্রক্সি, ভুয়া পরীক্ষার্থীর জেল