• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ঢাবি সিনেটে নতুন তিন সিন্ডিকেট সদস্য মনোনীত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুন ২০২০, ১৯:৫৬
DU Senate
ঢাবি সিনেটে নতুন তিন সিন্ডিকেট সদস্য মনোনীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে আগামী এক বছরের জন্য তিনজনকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। রোববার (১৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিনেট অধিবেশনে এই তিনজনকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়।

মনোনীতরা হলেন- শিক্ষক ক্যাটাগরিতে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, রেজিস্ট্রার গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম বাহালুল মজনুন, বিশিষ্ট নাগরিক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক এ কে এম শামসুজ্জামান খান।

অন্যদিকে ফিন্যান্স কমিটির (এফসি) সদস্য হয়েছেন ড. আতিউর রহমান। আগামী ২৩ জুলাই ফের সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।

আজ বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন শুরু হয়। বাজেটবিহীন সিনেট অধিবেশনকে গুরুত্বহীন উল্লেখ করে অধিবেশন বয়কট করেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-উপাচার্য। একই কারণে উপস্থিত হননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও। এজন্য সিনেট অধিবেশন একাই পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নেতা সজিবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ
ঢাবিতে যানচলাচল সীমিতসহ যে নির্দেশনা দিলো প্রশাসন