• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

বিজয়ের ৫০ বছরে দীর্ঘ অনুষ্ঠান আনছে স্পাইস টিভি

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:০০
বিজয়ের ৫০ বছরে দীর্ঘ অনুষ্ঠান আনছে স্পাইস টিভি
সম্মতিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থাপকসহ স্পাইস টিভির কর্মকর্তারা, ছবি: সংগৃহীত

বিজয়ের ৫০ বছর উপলক্ষে ‘বিজয় ৫০, উদযাপনে বাংলাদেশ’শিরোনামে বছরব্যাপী তথ্যচিত্র প্রচার করবে স্পাইস টেলিভিশন লিমিটেড। এ বিষয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) চার তথ্যচিত্র উপস্থাপকের সঙ্গে সম্মতিপত্র স্বাক্ষর করেছে স্পাইস টিভি।

তথ্যচিত্রের চার উপস্থাপক হলেন- একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, কথাসাহিত্যিক আনিসুল হক, শহীদ বুদ্ধিজীবী তনয়া ডা. নুজহাত চৌধুরী এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপি।

সম্মতিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে স্পাইস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান ও সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

তথ্যচিত্রে বিজয়ের ৫০ সুবর্ণজয়ন্তীতে পৌঁছাতে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও অর্জন তুলে ধরার পাশাপাশি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ড নিয়ে তাঁর স্বপ্ন, কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হবে নতুন প্রজন্মের কাছে।

স্পাইস টেলিভিশন লিমিটেড আগামী ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানটি ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত প্রচার করা হবে।

এর আগে গত ৩০ জুলাই রাত ১টা ২০ মিনিটে দেশের ৩৭তম টেলিভিশন হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচারে আসে স্পাইস টিভি।

২৮ জুলাই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসএল)-এর সঙ্গে টেলিভিশনটির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিএসসিএলের পক্ষে চুক্তি সই করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম এবং স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান।

উল্লেখ্য, স্পাইস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান এবং এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ (সময় টেলিভিশনের সাবেক হেড অব নিউজ)। স্পাইস টেলিভিশনের মালিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। বাংলাদেশের ২৪ ঘণ্টার নিউজ ভিত্তিক টেলিভিশন চ্যানলেন সময় টিভিরও ৭৫ ভাগ মালিকানা রয়েছে সিটি গ্রুপের।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • মিডিয়া এর পাঠক প্রিয়