ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্রান্ডফিনালে অনুষ্ঠিত

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৬:০৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী আরটিভির ১৫তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৫’-এর গ্রান্ডফিনালে অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের মো. মাহদী হাসান তামীম, ফার্স্ট রানার-আপ হয়েছেন শরীয়তপুরের আসাদুল্লাহ আবীর, সেকেন্ড রানার-আপ হয়েছেন কুমিল্লার মো. আবু বকর সিদ্দীক, চতুর্থ হয়েছেন সাতক্ষীরার মুহা.আবু রায়হান হুসাইন এবং পঞ্চম হয়েছেন চট্টগ্রামের মো. আশিকুর রহমান।

এর আগে, দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন জোনের সহস্রাধিক প্রতিযোগী থেকে অডিশনের মাধ্যমে চার শতাধিক সেরা হাফেজকে বাছাই করে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে চূড়ান্ত অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৩২ জন প্রতিযোগী হাফেজকে। তাদের নিয়ে শুরু হয় মূল আয়োজন।

বিজ্ঞাপন

0003

মাসব্যাপী এ আয়োজনে প্রতিযোগী হাফেজদের তেলাওয়াতকে মূল্যায়ন করতে বিচারক হিসাবে ছিলেন মিশরের মাজেদ টেলিভিশনের নিয়মিত ক্বারী শেইখ ইয়াছের আল কুরাশী, ফিলিস্তিনের গাঁজা থেকে ড. শেইখ ফাউকি মুহাম্মাদ খলিল জাওয়াদাহ ও মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় এর এমফিল গবেষক সাইয়্যেদ বেলাল বিন আশরাফ আল আযহারী।  

বিচারকদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এর অংশীদার জিপিএইচ ইস্পাত, আরএফএল পাইপ এন্ড ফিটিংস, টেলিটক, স্মার্ট একটিভ সিনথেটিক কালার পেস্ট, নতুনধরা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিসহ সকল সহযোগী প্রতিষ্ঠান। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে কিউ এস মাল্টিমিডিয়া। সকলের সম্মিলিত প্রয়াসে আগামীতে আরও সমৃদ্ধ আলোকিত কোরআন আয়োজনের প্রত্যাশা আয়োজকদের।

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |