করোনা আতঙ্কে সম্মেলন বাতিল করল ফেসবুক
করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ফেসবুক তাদের সবচেয়ে বড় বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ ৮’ বাতিল করেছে। বৃহস্পতিবার 'এফ ৮' ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এক পোস্টে বলা হয়েছে, আমাদের ডেভেলপার সহযোগী, কর্মী ও এফ ৮ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে এ বছরের এফ ৮ সম্মেলন বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
ফেসবুকের প্ল্যাটফর্ম পার্টনারশিপ বিভাগের প্রধান কনসটানটিনোস পাপামিলটাডিয়াস ব্লগে এক পোস্টে বলেন, বড় আকারের অনুষ্ঠান করার পরিবর্তে স্থানীয় পর্যায়ে ছোট ছোট অনুষ্ঠান করা হবে।
চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের 'এফ ৮' সম্মেলন।
এমকে
মন্তব্য করুন
বৈদ্যুতিক বাইক আনছে রয়্যাল এনফিল্ড
বাইকের বাজারে রয়্যাল এনফিল্ড প্রায় এক শতাব্দী ধরে জনপ্রিয়। রেট্রো ডিজাইনের সঙ্গে শক্তিশালী ইঞ্জিন, বাইকপ্রেমীদের কাছে সব সময়ই আবেগের নাম রয়্যাল এনফিল্ড। বাইক নির্মাতা এই সংস্থা এই প্রথম তাদের কোনো বৈদ্যুতিক বাইক নিয়ে আসছে বাজারে। এবার সবাইকে পিছনে ফেলতে পারে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক।
আর মাত্র কয়েকদিন বাকি। আগামী মাসের ৪ নভেম্বরেই বাজারে আসবে এই রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক। আর লঞ্চের আগেই এই বাইকের একটি ছবি প্রকাশ্যে এসেছে। এমসিএন সংস্থা এই বাইকের লুক প্রকাশ করেছে ছবিতে। এই বাইকটিই হতে পারে আসন্ন বৈদ্যুতিক বাইকের প্রোটোটাইপ।
সম্প্রতি রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইকের ফাস্ট লুক প্রকাশ পেয়েছে। একটি ভিডিওতে প্রধানত আসন্ন মডেলের সিলুয়েট দেখানো হয়েছে। বৈদ্যুতিক মোটরসাইকেলটিতে একটি নিও-রেট্রো রোডস্টার সিলুয়েট রয়েছে। কনসেপ্ট ভার্সনে আছে গোলাকৃতি হেডলাইট, ক্র্যাডেল ফ্রেমের সঙ্গে সংযুক্ত বড় ব্যাটারি। সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে গির্ডার ফর্ক এবং বৃহৎ অ্যালয় হুইল। সিঙ্গেল সিট সেটআপ রয়েছে এতে। এছাড়া আছে উন্মুক্ত রিয়ার ফেন্ডার ও একটি টেললাইট।
জানা গিয়েছে, সংস্থা তাদের ই-বাইকে ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ফিক্সড ব্যাটারি দেবে। অর্থাৎ তাদের বাইকে সোয়াপেবল ব্যাটারি দেওয়া হচ্ছে না।
রয়্যাল এনফিল্ডের এই বৈদ্যুতিক বাইক অন্যান্য মডেলের তুলনায় স্লিম বডি নিয়ে আসতে পারে। রয়্যাল এনফিল্ডের অন্য বাইকের তুলনায় এর লুক, চেহারাও অন্যরকম হতে পারে বলে জানা গিয়েছে। রয়্যাল এনফিল্ডের এই বৈদ্যুতিক বাইকের রেঞ্জ ১০০ থেকে ১৬০ কিমির মধ্যে হতে পারে। যদিও এই নিয়ে বিস্তারিত জানা যাবে ৪ নভেম্বর। তবে বাজারে আসতে আরও দেরি হবে, ২০২৬-ও হতে পারে।
রয়্যাল এনফিল্ড ইলেকট্রিকের পাওয়ারট্রেন এবং এর রেঞ্জ এই গাড়ির দাম বাড়ার কারণ হতে পারে। এই বৈদ্যুতিক বাইকের দাম প্রচলিত বাইকের থেকে বেশি হতে পারে। রয়্যাল এনফিল্ড এই বাইকে অনেক ফিচার্স রাখতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। এর মধ্যে রাইডিং মোডসহ ডুয়াল চ্যানেল এবং এবিএসের সুবিধা রয়েছে। অ্যালয় হুইলের পাশাপাশি ডিস্ক ব্রেকও পাওয়া যাবে এই বাইকে।
এই প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করার পরে রয়্যাল এনফিল্ড বাজারে আরও মডেল আনতে পারে। এরপরে রয়্যাল এনফিল্ড হিমালয়ানের এই বৈদ্যুতিক ভার্সন বাজারে আসতে পারে।
আরটিভি/এফআই
চমকপ্রদ ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ
বিশ্বজুড়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।
এবার ভিডিও কলে নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ভিডিও কলগুলো যেন আরও ভালো হয় সেই ফিচারই এনেছে প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইউজাররা এখন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন। আসছে ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ‘লো লাইট মোড’। কম আলোয় ভিডিও কল করলেও এই ফিচারের সাহায্যে ভিডিওর গুণগত মান বজায় রাখা যাবে। এটাই এর বিশেষত্ব।
এই ফিচার পরীক্ষা করে দেখা গিয়েছে, লো লাইট মোড অন করলেই ফ্রেমের সামগ্রিক ব্রাইটনেস বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউজারের মুখে অতিরিক্ত আলো এসে পড়ে। কম আলোর ভিডিও ফিডে যে গ্রেইন বা দানাদার ভাবের কারণে ভিডিওর গুণমান নষ্ট হয়, সেটাকে কমিয়ে দেয়।
লো লাইট মোড একবার অন করলেই সব ভিডিও কলেই যে এই ফিচার চালু থাকবে তা নয়। প্রতিটা ভিডিও কলে এই ফিচার আলাদাভাবে অন করতে হবে। স্থায়ীভাবে চালু রাখার বিকল্প এখনও পর্যন্ত আসেনি। এ ছাড়া উইন্ডোজের হোয়াটসঅ্যাপ অ্যাপে লো লাইট মোড ফিচার পাবেন না।
হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ‘লো লাইট মোড’ ফিচার অন করা খুব সহজ। দেখে নিন কীভাবে করবেন-
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এবার যেকোনো বন্ধু বা আত্মীয়স্বজন যে কাউকে ভিডিও কল করতে পারেন।ভিডিও কল করার পর ফিডকে ফুল স্ক্রিনে নিয়ে যেতে হবে। এই পর্যায়ে স্ক্রিনের উপরের ডানদিকের কর্নারে ‘বাল্ব’ লোগো দেখা যাবে। এতে ট্যাপ করলেই লো লাইট মোড চালু হয়ে যাবে। আবার ওই বাটন প্রেস করেই লো লাইট মোড করতে পারবেন ইউজার।
আরটিভি/এসএপি-টি
হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেওয়ার অনুরোধ
বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ না করায় আইফোন ১৬ ও অ্যাপলের নতুন সকল পণ্য আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া সরকার।
সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইকোনোমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার আইনে দেশটিতে যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট ক্রয় বাজেটের ৪০ শতাংশ স্থানীয় পণ্য বা সেবায় ব্যয় করতে হবে। সেই হিসেবে দেশটিতে মোট ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপল। একই সঙ্গে ইন্দোনেশিয়ায় অ্যাপল একাডেমি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান করারও প্রতিশ্রুতি দিয়েছিল বহুজাতিক কোম্পানিটি। তবে সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে অ্যাপল।
ইন্দোনেশিয়া সরকার বলছে, অ্যাপল মাত্র ৯৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ফলে কোম্পানিটির পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
আইফোন ১৬, অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর মতো এই কোম্পানির সকল নতুন পণ্যকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইকোনোমিক টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় থেকে আইফোনের ইএমইআই সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে। ফলে কেউ নতুন আইফোন ব্যবহার করতে পারবে না। কারো হাতে আইফোন ১৬ দেখা গেলে সেটা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। যদিও এরই মধ্যে প্রায় ৯ হাজার আইফোন ১৬ ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে।
আরটিভি/এসএপি
ইন্টারনেটের দাম কমানোর দাবি
ইন্টারনেটের দাম কমানো, মেয়াদ বাড়ানো, নিরবচ্ছিন্ন সংযোগ, প্রান্তিক অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও টেলিযোগাযোগ আইনের সংশোধনসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন ডিজিটাল সেবা উদ্যোক্তারা।
সোমবার (২৮ অক্টোবর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) ভবনে এক গোলটেবিল বৈঠকে তারা এসব দাবি জানান।
দাবির পরিপ্রেক্ষিতে আইসিটি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ‘বিগত বছরগুলোতে যে বৈষম্য হয়েছে তা খুঁজে বের করছি। সেবার মান বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারাও ইন্টারনেটের দাম কমানোর পক্ষে মত দেন।’
বৈঠকে ব্রডব্যান্ডের মতো আনলিমিটেড মাসিক মোবাইল ডাটা মূল্য সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে আনা উচিত বলে জানান বিডিজবস ডটকম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার (সিওও) সাব্বির হোসেন বলেন, ইউএসডি ব্যবহারে এসএমএস খরচ কমানো দরকার।
দারাজ বাংলাদেশের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস বলেন, ‘ডিজিটাল সেবাই ভবিষ্যৎ। অ্যাপে আইপিফোন ব্যবহারের বিষয়টি সহজতর করা দরকার।’
পাঠাও সিইও ফাহিম আহমেদ বলেন, ‘বিগত সরকারের সময়ে ইন্টারনেট বন্ধ হওয়ার পাশাশি ১৫ দিন বাংলাদেশে ফেসবুক বন্ধ ছিল। সেই সময় সাড়ে ৭০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের।’
বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘যদি শতকরা ১০ ভাগ ইন্টারনেট ব্যবহার বাড়ে তাহলে তা জিডিপিতে ১.৮ শতাংশ ভূমিকা রাখে।’
প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দায় চৌধুরী বলেন, ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ডেটা ও সাইবার সুরক্ষার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। তাই গত ১০ বছরের যে বৈষম্য হয়েছে তা খুঁজে বের করছি। ’
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ-উল-বারী বলেন, ‘ইন্টারনেট বাতাসের মতো ফ্রি হওয়া উচিত। ডাটাকে পানির দামে আনতে হবে।’
বিটিআরসির চেয়ারম্যানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দায় চৌধুরী। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-কমার্স প্রতিষ্ঠান চালডালের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিফ আলিম। বৈঠকে অন্যান্যের মধ্যে বিটিআরসির ভাইস চেয়ারম্যান, কমিশনার ও মহাপরিচালকরা এবং ডিজিটাল সেবা প্রদানকারী প্রায় ৩০টি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরটিভি/এসএপি
৬৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে রয়েল এনফিল্ড
বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় শুরুতেই থাকে রয়্যাল এনফিল্ড। যান্ত্রিক দুই চাকার জগতে ঐতিহ্য ও রাজকীয়তার মিশেল হিসেবে অভিহিত করা হয় বিখ্যাত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলকে। বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয় এই বাইক বাংলাদেশের বাইকপ্রেমীদের কাছেও সমান জনপ্রিয়। শুরু থেকেই একই ডিজাইনে ভিন্ন ভিন্ন মডেলে বাজারে আসছে বাইকটি। ষাটের দশকে এর যেমন জনপ্রিয়তা ছিল, তেমনি আশির দশকে, এমনকি একবিংশ শতাব্দীতে এসে একই রয়েছে।
এবার বিখ্যাত এই মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড ৬৫০ সিসি ইঞ্জিনের নতুন মোটরসাইকেল আনছে। যার মডেল রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০। এটি একটি স্ক্র্যাম্বলার বাইক। রয়েল এনফিল্ডের প্রসিদ্ধ মডেল ইন্টারসেপ্টার প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই মডেল। এই মডেলে বেশ কিছু পরিবর্তন নজরে পড়বে। যেমন ইঞ্জিন ও ডিজাইন এর আলাদা।
দর্শনের দিক থেকে ইন্টারসেপ্টার ৬৫০-এর কাছাকাছি হলেও নতুন মডেলে বেশ কিছু পার্থক্য বর্তমান। এর ডিজাইনে আরও বেশি স্ক্র্যাম্বলার বৈশিষ্ট্য প্রকট হয়েছে। এর সঙ্গে দেওয়া হয়েছে উজ্জ্বল কালার স্কিম, নতুন এগজস্ট সিস্টেম এবং ফ্ল্যাট সিট।
ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০ পাঁচটি নতুন কালার অপশনে বেছে নেওয়া যাবে। এর লঞ্চের নির্দিষ্ট সময়কাল সম্পর্কে এখনও মুখ খোলেনি রয়েল এনফিল্ড। আগামী ৫ নভেম্বর ভারতের বাজারে বাইকটি লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে থাকছে টেলিস্কোপিক ইউনিটের পরিবর্তে ইউএসডি ফ্রন্ট ফর্ক। পেছনে থাকছে ডুয়েল শক। এর সঙ্গে এলইডি হেডলাইট এবং ইনবিল্ট নেভিগেশন সহ টিএফটি ড্যাশ, ডুয়েল চ্যানেল এবিএসের দেখা মিলবে।
রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০ মডেলে শক্তির উৎস হিসাবে থাকছে ৬৫০ সিসি প্যারালাল টুইন মোটর। এটি থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫৭ এনএম টর্ক উৎপন্ন হবে। এমনিতে এই ইঞ্জিন থেকে ৫২ এনএম টর্ক পাওয়া যায়। মোটরকে সঙ্গ দিতে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স।
আরটিভি/এফআই
সিম ও চার্জ ছাড়াই এবার স্মার্টফোন চলবে চিন্তার মাধ্যমে!
নেই সিম, নেই চার্জ দেওয়ার ঝামেলা, বাজারে আসতে চলেছে নতুন ২৫ হাজার স্মার্ট ফোন। তা-ও আবার সেটা পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের টেসলার স্মার্ট ফোন। ইলন মাস্কের কথা হয়তো অনেকেই শুনেছেন। তিনি একজন প্রযুক্তিপ্রেমী। সবসময় উদ্ভাবনী প্রযুক্তি প্রকাশ্যে আনেন।
এরই ধারাবাহিকতায় নতুন ধরনের এই ফোন নিয়ে কাজ করছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান। এই ফোনের নাম পাইফোন। শোনা যাচ্ছে আইফোনকে টেক্কা দিতে পাইফোন আনছে টেসলা ও স্পেস এক্সের এই কর্ণধার।
জানলে অবাক হবেন ইলন মাস্কের পাইফোন চার্জ দিতে হবে না। এমনকি এই ফোন চালাতে লাগবে না সিমও। ধারণা করা হচ্ছে এই ফোন বাজারে আসলে স্মার্টফোনের ধারণাটাই পাল্টে দেবে। পাইফোন নিয়ে কয়েক মাস ধরে এমনই জল্পনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। পাইফোনের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
পাইফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চার্জিং। আইফোন হোক বা স্মার্ট ফোন, চার্জ দিতে হলে বিদ্যুৎ লাগবেই। তবে নতুন এই স্মার্ট ফোনে আর তার প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হবে ফোন। কেবল আলো পেলেই হবে। কারণ, ইলন মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে পাইফোন। স্টারলিঙ্কের নিজস্ব একটি বিশ্বব্যাপী কভারেজ নেটওয়ার্ক রয়েছে। আসলে স্টারলিঙ্ক হলো স্যাটেলাইট বেস কানেকশন সিস্টেম।
সৌর শক্তি থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াকে কাজে লাগিয়ে চার্জিং ফেসিলিটি থাকলেও এই ফোন নাকি সূর্যের আলো ছাড়া সাধারণ আলোতে রাখলেও চার্জ হবে। প্রয়োজন হবে না কোনো ইন্টারনেটেরও।
শোনা যাচ্ছে, এই ফোনের মধ্যে থাকবে ব্রেন কানেকটিভিটি চিপ। যার ফলে আপনি যা ভাববেন, আপনার ফোন তা বুঝে সেই অনুযায়ী কাজ করবে। এই ফোন দিয়ে চালানো যাবে টেসলার গাড়িও।
পাইফোনের দামও নাকি থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু ভাইরাল ভিডিওর আদৌ সত্যতা আছে? নাকি পুরোটাই গুজব। হ্যাঁ, পুরোটাই গুজব। ভাইরাল ভিডিওর এক বিন্দু সত্যতা নেই। ইলন মাস্ক নিজেই পাইফোনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সাফ বলে দিয়েছেন, ‘আমরা এরকম কোনো ফোন তৈরি করছি না।’
তাহলে এমন গুজব ছড়াল কেন? এর পেছনেও রয়েছেন ইলন মাস্ক। না, সরাসরি নয়, তবে পরোক্ষভাবে। গত বছর ‘অল্টারনেটিভ ফোন’ নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন ধনকুবের। তারপর থেকেই টেসলা এমন ফোন আনতে পারে বলে জল্পনা ডালপালা মেলে। সোশ্যাল মিডিয়াতেই ফোনের রূপরেখা তৈরি করে ফেলেন অতিউৎসুক নেটিজেনরা।
আরটিভি/এফআই
আইফোনের লোগোটি একটি গোপন বাটন, করা যায় যেসব কাজ
প্রযুক্তি বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট আইফোন। প্রতি বছরই অ্যাপল আইফোনের নতুন সংস্করণ নিয়ে আসে। সবশেষ আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স নিয়ে এসেছে বহুজাতিক কোম্পানিটি। অ্যাপলের ফোনের পোডাক্টের পিছনে রয়েছে অর্ধেক খাওয়া অ্যাপেলের লেগো; যা মূলত একটি গোপন বাটন।
এই বাটনটি দিয়ে আইফোনের বেশ কিছু কাজ করা যায়। এটি দিয়ে স্ক্রিনশর্ট নেওয়া, ভলিউম পরিবর্তন করা যায়। আইফোনে সংযুক্ত নতুন এই সুবিধাকে বলা হয় ব্যাক ট্যাপ। ২০২০ সালে রিলিজকৃত আইওএস ১৪ সফটওয়্যার ভার্সনের ফোনগুলোতে এ সুবিধা মিলবে।
বাটনটি যেভাবে ব্যবহার করবেন
প্রথমে এই ফিচারটি ব্যবহার আপনার ফোনটি আইওএস ১৪ ভার্সনের হতে হবে। তাহলে আপনি অনায়াসে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
এ জন্য প্রথম Settings > General > Software update
এরপর Settings> Scroll down and tap ‘Accessibility’ and then click ‘Touch’
এরপরই আপনার ফোনের স্ক্রিনে ব্যাক ট্যাপ দেখা যাবে। সেখান থেকে ডুয়েল ট্যাপ অথবা ত্রিপল ট্যাপ নির্বাচন করুন।
আরটিভি/এসএপি-টি