ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আয়-ব্যয়ের হিসাব দেয়ার আরও সময় পেল বিএনপিসহ ৭ দল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ , ০৮:০১ পিএম


loading/img
ফাইল ছবি

বিএনপিসহ ৭টি রাজনৈতিক দল গত পঞ্জিকা বছরের (২০১৯) আয়-ব্যয়ের হিসাব দিতে আরও সময় পেয়েছে। এসব দলের জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রওশন আরা এ তথ্য জানিয়েছেন।

বাকি দলগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

বিজ্ঞাপন

রওশন আরা সাংবাদিকদের বলেন, করোনার কারণে এ বছর অনেক অফিস বন্ধ ছিল। এর আগের বছরগুলোতেও হিসাব জমা দেয়ার সময় বাড়ানোর নজির রয়েছে। তাই বিএনপিসহ ইসিতে নিবন্ধিত যেসব দল এখনো আয়-ব্যয়ের হিসাব দেয়নি, তাদের জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হচ্ছে।

এ বছর নির্ধারিত সময় শেষ হওয়ার দু’দিন আগে নির্বাচন কমিশনে দলের গত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ। ২৯ জুলাই আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ইসিতে এই হিসাব দাখিল করেন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |