• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

উপনির্বাচনে মনোনয়ন ফরম তুললেন নাসিমের ছেলে জয়

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২০, ১৪:৪২
Mohammad Nasim, Tanvir Shakil Joy
ছবি- সংগৃহীত

সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

বুধবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তানভীর শাকিল জয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর জয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তানভীর শাকিল জয়।

তিনি বলেন, আমার দাদা ও বাবা কাজীপুরবাসীর প্রত‌্যাশা পূরণে যে পথ অনুসরণ করে গেছেন, সেই অনুযায়ী আমি কাজ করে যাব এলাকাবাসীর জন‌্য।

জয় আরও বলেন, আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। আর যদি আমাকে মনোনয়ন না দেয়া হয়, তাহলে দল থেকে যাকে মনোনীত করা হবে, নৌকার জন্য আমি কাজ করে যাব।

শ্বাসকষ্ট নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হলে করোনাভাইরাস পজিটিভ আসে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। ৪ জুন ভোরে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক হয় বর্ষীয়ান এই নেতার। এর পর ১৩ জুন মারা যান তিনি। পরে সিরাজগঞ্জ-১ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়