• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকা শহরে সবাইকে নিয়মের মধ্যে চলতে হবে: ডিএনসিসি মেয়র (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২
DNCC's campaign to remove illegal billboards and signboards
ডিএনসিসি এলাকায় উচ্ছেদ অভিযান চলছে, ছবি: আরটিভি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চলছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গুলশান নগরভবনের সামনে থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামও অংশ নেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এই (ঢাকা) শহরে সবাইকে নিয়মের মধ্যে চলতে হবে। আগেই আমি সবাইকে অনুরোধ করেছি। আমাদের আজ অভিযান চলবে। যেখানে যেখানে অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘যে যত প্রভাবশালী হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। সে কারণে আমি নিজে দাঁড়িয়েছি। সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।’
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙালো শিক্ষার্থীরা
ঢাকার সাবেক মেয়র আতিক গ্রেপ্তার
শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা
বেসরকারি বাজার প্রতিষ্ঠা করবে ডিএনসিসি