• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

খালেদা জিয়ার চার মামলার স্থগিতাদেশ আপিলে বহাল (ভিডিও)

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা নাশকতার তিন ও মানহানির এক মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির এবং খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এ প্রসঙ্গে ব্যারিস্টার এহসানুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই চার মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে আপিল বিভাগ রুল নিষ্পত্তির দিন-তারিখ এখনও উল্লেখ করেননি।

উল্লেখ্য, উল্লিখিত চার মামলাসহ খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে মোট ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া
বিজয় দিবসের সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ
যেসব দেশের ভিসা পেলেন খালেদা জিয়া