স্থানীয় সরকারের অধীনে পৌরসভাসহ সব নির্বাচনে যোগ্য প্রার্থীরাই নৌকার মনোনয়ন পাবে। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
শনিবার দুপরে মাদারীপুর শহরের কুকরাইলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতমিনিময় সভায় একথা বলেন।
এ সময় নাছিম আরও বলেন, নির্বাচনে একাধিক প্রার্থী হলে তাদের বুঝিয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হবে।
মতবিনিময় সভায় নাছিম আরও বলেন, সৎ, ত্যাগী, নিষ্ঠাবান, সাহসী ও দুঃসময়ের নেতা জনগণের সঙ্গে মিশে কাজ করতে পারে এমন ব্যক্তিকেই এবারের পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন দেয়া হবে।
সেক্ষেত্রে জনগণের ভালবাসা যার বেশি, সেই ব্যক্তির পরীক্ষিত হবার পাশাপাশি জনগণের সঙ্গে গভীর সম্পর্ক থাকতে হবে।
আওয়ামী লীগ একটি প্রাচীন দল উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, এটি একটি বড় দল হওয়ায় নেতাকর্মীর সংখ্যা অনেক। স্থানীয় সরকারের অধীনে সব নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে, বাকিসব নেতাকর্মীদের একসঙ্গে তার পক্ষে কাজ করতে হবে। এটাই হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্দেশনা।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান খান ও জেলা কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ।
জেবি