• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন নুরুল ইসলাম জিহাদী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:১৪
Nurul Islam Jihadi is the acting secretary general of Hefazat,
হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন নুরুল ইসলাম জিহাদী

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম জিহাদী। তিনি হেফাজতে ইসলামের সদ্যপ্রয়াত মহাসচিব নূর হোসাইন কাসেমীর স্থলাভিষিক্ত হলেন।

হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী নিজ ক্ষমতাবলে শনিবার (২৬ ডিসেম্বর) তাকে ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করেন। বিষয়টি আরটিভি নিউজকে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর হেফাজতের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকার খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করেন। এর আগে গত ২৩ ডিসেম্বর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হেফাজতের কার্যালয়ে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এতে উপস্থিত ছিলেন আমিরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ আহসানুল্লাহ প্রমুখ।

বৈঠকে সংগঠনের নায়েবে আমির ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গিচরের মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজিকে সিনিয়র নায়েবে আমির, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বৃদ্ধি করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়।

ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটি
মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করে ঢাকা মহানগর কমিটি এবং মাওলানা হাফেয তাজুল ইসলামকে (পীর সাহেব ফিরোজশাহ) সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ
চিকিৎসা শেষে ফের ডিবি হেফাজতে শাজাহান খান
তওবা না করলে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না: হেফাজতে আমির
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা যাবে না: হেফাজতে ইসলাম