ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

‘সুবর্ণজয়ন্তীতে জিয়াকে মরণোত্তর সংবর্ধনা দেয়া উচিত আওয়ামী লীগের’

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১ , ০৪:৪৯ পিএম


loading/img
‘সুবর্ণজয়ন্তীতে জিয়াকে মরণোত্তর সংবর্ধনা দেয়া উচিত আওয়ামী লীগের’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় থাকাবস্থায় তার না পারা কাজগুলো শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এগিয়ে নিয়ে যান। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ সময় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বকে মেনে তার অবর্তমানে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এজন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি পালন করে ২০–দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর উত্তমদের মধ্যে তিনি ছিলেন একমাত্র, যিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে বাংলাদেশের ভূখণ্ডে থেকে যুদ্ধ করেছেন। তাই তাঁর পদক কেড়ে নেওয়া নয়, সরকারের উচিত তাকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া।

বিজ্ঞাপন

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সমালোচনা করে গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য ভুয়া মু্ক্তিযোদ্ধা বানানো হয়েছে। অনেকে ভুয়া মু্ক্তিযোদ্ধার সনদ দিয়ে ভাতা তুলছেন, চাকরি করছেন। এসব দেখে মনে হয়, সম্মুখযুদ্ধের মুক্তিযোদ্ধার তুলনায় তাদের অবদান বেশি।

মানববন্ধন থেকে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের বক্তব্য দেন।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |