ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

আরটিভি নিউজ

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ১২:১২ পিএম


loading/img

জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশের আগে হাঠাৎ পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় বেশ কয়েকজন আহত হন। আবার বিএনপি কর্মীদের ছোড়া  ইটপাটকেলে কয়েকজন পুলিশও আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

আজ শনিবার (১৩ ফেব্রয়ারি) দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। 

এর আগে, গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সিদ্ধান্তের প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |