ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে ছয় বছর পর ছাত্রলীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার, রাজশাহী, আরটিভি নিউজ

বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ , ০৮:৩৪ পিএম


loading/img
ছবি সংগৃহীত

রাজশাহী মহানগর ছাত্রলীগের দীর্ঘ ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আজ বুধবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ। সম্মেলনে বিশেষ অতিথি রয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

বিজ্ঞাপন

এছাড়া সম্মেলনে সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, আ.লীগ উপ কমিটির বন ও পরিবেশ বিষয়ক ও রাজশাহী জেলা আ.লীগের সদস্য ডা. অর্না জামান।

এদিকে, সম্মেলকে ঘিরে রাজশাহী কলেজ প্রঙ্গন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা কর্মী সমর্থকদের নিয়ে সম্মেলনে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

সম্মেলনে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |