ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

‘দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীকে মূল্যায়ন করা হবে’

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:১৪ পিএম


loading/img

দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে দলীয় প্রার্থীকে অসহযোগিতা, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের ঠাঁই মিলবে না ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটিতে। দলের দুঃসময়ে রাজপথে থাকা পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা এবং স্বচ্ছ ব্যক্তিদের কমিটিতে জায়গা মিলবে বলে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা একমত হয়েছেন। গত বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রথম বর্ধিত সভায় এ নির্দেশনা নেওয়া হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানায়, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করেছেন এমন কোন ব্যক্তিকে কেউ যদি ব্যক্তিগত খাতিরে পদ দেন তা হলে জবাবদিহিতার আওতায় আনা হবে। অভিযোগের প্রমাণ মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী তিন মাসে ইউনিট সম্মেলন শেষ করতে বলা হয়। একই সঙ্গে পরের ছয় মাসের প্রথম তিন মাসে ওয়ার্ড এবং বাকি তিন মাসে থানা সম্মেলনের কাজ শেষ করতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, আগামীতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীকে মূল্যায়ন করা হবে। চাঁদাবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসীর স্থান আওয়ামী লীগের কোনও কমিটিতে হবে না।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |