ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা: সুনামগঞ্জ যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল  

আরটিভি নিউজ

শনিবার, ২০ মার্চ ২০২১ , ১১:১৩ এএম


loading/img
ফাইল ছবি

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

আজ শনিবার (২০ মার্চ) সকালে ঢাকা থেকে প্রতিনিধি দল রওনা দিয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও আছেন গৌতম চক্রবর্তী, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৫ মার্চ দিরাইয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। পরদিন মামুনুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন নোয়াগাঁওয়ের এক যুবক। এই স্ট্যাটাসের জেরে হিন্দু অধ্যুষিত ওই গ্রামটিতে হামলা চালিয়ে ৮০টিরও বেশি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ ঘটনায় দুটি মামলা দায়েরের পর এখন পর্যন্ত যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকেসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |