ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সরকারের নমনীয়তাকে দুর্বলতা ভাববেন না: তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২৭ মার্চ ২০২১ , ০৫:২৬ পিএম


loading/img
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, সরকারের নমনীয়তাকে দুর্বলতা ভাববেন না। যারা দেশে বিশৃঙ্খলা করছেন তাদের মূল উৎঘাটনে আমরা বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু ফর ইউ’বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা এখন বিশৃঙ্খলা করছে তারা ২০১৩ ও ২০১৪ সালেও বিশৃঙ্খলা করেছিল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা জানি আপনারা কারা। এরা একই গোষ্ঠী এবং এদের সঙ্গে ছিল বিএনপি। আপনারা সেই দুষ্কৃতকারী যারা বায়তুল মোকাররমে পবিত্র কুরআনে আগুন জ্বালিয়েছিলেন। এই সময় পশু-পাখিও আপনাদের হাতে রেহাই পায়নি।

বিজ্ঞাপন

গতকাল বায়তুল মোকাররমসহ সারাদেশে ভারতের প্রধানমন্ত্রী মোদির আগমনে সারাদেশে সৃষ্ট বিশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে রেলস্টেশন জ্বালিয়ে দেওয়ার কি সম্পর্ক? এদের যদি খোঁজ খবর নেই, তবে দেখা যাবে এদের বাবা-দাদারা সব রাজাকার ছিল। 

ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে তারা মন নিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চালিয়েছে। তিনি কোনো দলের নেতা হিসেবে বাংলাদেশে আসেননি। তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের সুবর্ণজয়ন্তীতে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে বাংলাদেশে এসেছে।

তিনি বলেন, ভারত আমাদের ১৯৭১ সালের যুদ্ধে ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। তারা আমাদের জন্য মুক্তিযুদ্ধে রক্ত ঝরিয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সমগ্র পৃথিবীতে চষে বেড়িয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর মুক্তির জন্য। সেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আমাদের দেশে এসেছেন। সেই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র মানা যায় না। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব বাংলাদেশের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সংসদ সদস্য পংকজ নাথ, সিস্টার নিবেদিতা, সত্যম রায় চৌধুরী, ড. রাধাতমাল গোস্বামী, শঙ্কর মণ্ডল, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সুভাষ সিংহ রায় প্রমুখ।
আরএস/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |