ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

করোনার টিকা নিলেন ওবায়দুল কাদের

আরটিভি নিউজ

বুধবার, ৩১ মার্চ ২০২১ , ১১:৩৯ এএম


loading/img
করোনার টিকা নিলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নিয়েছেন। আজ বুধবার (৩১ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। 

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ করোনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, নারী ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।

বিজ্ঞাপন

টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৫৭ হাজার ১৩২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ লাখ ৭১ হাজার ৯১০ জন, রাজশাহী বিভাগের ছয় লাখ তিন হাজার ৬৮৫ জন, রংপুর বিভাগের পাঁচ লাখ ৪২ হাজার ৪৭৪ জন, খুলনা বিভাগের ছয় লাখ ৮৫ হাজার ৯৭০ জন, বরিশাল বিভাগের দুই লাখ ৩৪ হাজার ২১৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ৭৬ হাজার ২৬০ জন রয়েছেন।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |