ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

'আ. লীগ পুতুল সরকারে পরিণত হয়েছে'

ঠাকুরগাঁও (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ , ০৫:০৯ পিএম


loading/img
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ সরকার তাবেদার সরকার, পুতুল সরকারে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, পুলিশ হয়েছে দেশের রাজা। এখানে রাজনৈতিক নেতাদের কোনো সম্মান নেই। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সংকট এখন বিএনপিতে নেই, গোটা দেশ এখন সংকটে রয়েছে। 

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সরকারের সমালোচনা করে ফখরুল আরও বলেন,  দুর্নীতি এদেশের প্রতিটি জায়গায় ঢুকে গেছে। ২০ টাকার মাস্ক কিনে ৭’শ টাকায় বিক্রি হচ্ছে। দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। 

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |