শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানকে সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বুধবার (২৭ অক্টোবর) দিনগত রাত ২টা ৩৫ মিনিটে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় শাহজাহানকে।
মো. শাহজাহানের সঙ্গে থাকা সাবেক ছাত্রদল নেতা আমজাদ চৌধুরী শাহাদাত ফোনে জানান, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির নেতা শাহজাহান। এরপর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করেন। তার ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শাহাদাত জানান, ওমরাহ পালনের উদ্দেশে ২০ অক্টোবর সৌদি আরব আসেন মো. শাহজাহান। ২৩ অক্টোবর তিনি ওমরাহ পালন করেন। ২ নভেম্বর দেশে ফেরার কথা ছিল তার।
নোয়াখালী গুডহিল হাসপাতালের মালিক ডা. আবদুল হাই ও শাহজাহানের বড় মেয়ে ডা. মৌসুমি তার সঙ্গে আছেন।
মো. শাহজাহানের পরিবার তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এমএন/এসকে