ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনার প্রশংসা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ , ০৬:২১ পিএম


loading/img

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশে রুপান্তর, নারী ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর গামিনি লক্ষণ পিরিস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ নভেম্বর) সফররত  শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  এমপি’র সাথে সাক্ষাতকালে এসব প্রশংসা করেন।

এ সময় পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। তারা দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক দৃঢ় হয়েছে। ভবিষ্যতে তা আরও গভীর হবে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে আগ্রহ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে করোনা ঝুঁকির মধ্যেও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা পাকশে বাংলাদেশে আসায় প্রতিমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী জানান, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের শিপিং সেক্টরের ব্যবসা বাণিজ্য প্রসারের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বে অব বেঙ্গলে (বঙ্গোপসাগরে) শিপিংলাইনে বাংলাদেশ যত বেশি জায়গা করতে পারবে তত বেশি লাভবান হবে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এবং ২০২৬ সালে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে শ্রীলঙ্কা সেগুলো ব্যবহার করতে পারবে। বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

এমএন/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |