ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

খালেদা জিয়াকে যে দুই কারণে শ্রদ্ধা করেন নুর

আরটিভি নিউজ

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ , ০২:৩৬ পিএম


loading/img
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসেন বেগম খালেদা জিয়াকে দুটি দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা করেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। 

বিজ্ঞাপন

শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রথম কারণ প্রসঙ্গে নুর বলেন, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া আপোষহীন ভূমিকা রেখেছিলেন। সে আন্দোলনে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন এরশাদের অধিনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেইমান হবেন। কিন্তু পরে তারাই নির্বাচনে গেছে এবং জাতীয় বেইমান হয়েছেন। সেখানে বেগম খালেদা জিয়া আপোষহীন থেকেছেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় কারণের প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া বিদেশি বিভিন্ন শক্তির কাছে নতজানু হয়ে ক্ষমতায় থাকতে চাননি। যে কারণে তিনি ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা নানাভাবে ডিস্টার্ব করেছে। দেশে যখন ৬৪ জেলায় বোম্বিং হয়েছিল সেদিন খালেদা জিয়া সম্ভবত চীনের বেইজিংয়ে পা রেখেছিলেন। এখানে নানা আন্তর্জাতিক সমীকরণ আছে, সেখানে তার (খালেদা জিয়া) গুণ হচ্ছে ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের স্বার্থ বিকিয়ে দেননি।

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার সুযোগের প্রসঙ্গে নুর বলেন, একটা অমানবিক সরকারের কাছে মানবিকতা আশা করবেন এটা হয়? হয় না। একটা মানুষ চিকিৎসা পাবে, এটা মৌলিক অধিকার, আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার। আইনের দোহাই দিয়ে যারা ক্ষমতায় আছে তারাই সবচেয়ে বেআইনি কাজ করেছে।

আরএ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |