ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

প্রাদেশিক সরকার ব্যবস্থার দাবি রবের

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ , ১০:২৬ এএম


loading/img
ফাইল ছবি

দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলে।

আ স ম আবদুর রব বলেন, স্রেফ লোকাল গর্ভনমেন্ট করা, বাংলাদেশে ৯টা বিভাগ করা, প্রদেশ করা, সমস্ত জাতিকে ক্ষমতার ভাগ দেওয়া এটাই হল আমাদের আশা।

বিজ্ঞাপন

তিনি বলেন, সবচেয়ে বড় অর্জন হল বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা যারা লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে , মান ইজ্জত দিয়েছে। সেটার আমরা মর্যাদা দিতে পেরেছি? ভোট চুরি করলে এটা কি মর্যাদা হয়?

জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে জেএসডি’র এই নেতা বলেন, ক্ষমতাসীনরা সব লুটে নিয়েছে, স্বাধীন বাংলাদেশের যে মূল্যবোধ, তা লুণ্ঠন হয়েছে। আজ এর বিরুদ্ধে আগামীর বংশধরদের লড়াই করে জনগণের অধিকার, ক্ষমতা, মুক্তিযুদ্ধের শহীদদের অধিকার ফিরিয়ে আনতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আরএ/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |