খন্দকার মোশতাককে ‘শ্রদ্ধা’ জানানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দাবি জানিয়েছে ঢাবি ছাত্রলীগ।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের অন্যতম ‘মাস্টারমাইন্ড’ খন্দকার মোশতাক আহমেদকে জ্ঞাত-অজ্ঞাভভাবে শ্রদ্ধা জানানোর মতো যেকোনো ঘটনা বা বক্তব্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে। একইসঙ্গে ঢাবির প্রাঙ্গণে বঙ্গবন্ধুর খুনির নাম উচ্চারিত হতে পারে না।
এই ঘটনাকে ‘ধৃষ্টতামূলক’ উল্লেখ করে স্মারকলিপিতে আরও বলা হয়, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে শুধু বক্তব্য প্রত্যাহারই নয়, এ জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ঢাবি ছাত্রলীগ।
এর আগে সোমবার সকালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ড. রহমত উল্লাহ বলেন, বক্তব্যে যদি অজ্ঞতাবশত কোনো শব্দ বা বাক্য উচ্চারণ করে থাকি, তা নিতান্তই আমার অনিচ্ছাকৃত ভুল। এ জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি।