ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বাজেট বাড়ার আশায় ক্রীড়া প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুন ২০২২ , ০৮:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

জুন মাস আসলেই দেশজুড়ে শুরু হয় বাজেট সম্পর্কিত নানা গুঞ্জন। চলতি সপ্তাহেই জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তাই তো ক্রীড়াঙ্গনেও লেগেছে বাজেটের ছোঁয়া।

বিজ্ঞাপন

গত বছর মহামারি করোনার প্রভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ছিলো অনেকটাই কম। তবে চলতি বছরে ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট বাড়বে বলে মনে করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এবারের বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দের কথা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গণমাধ্যমে বলেন, আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা দিয়েছি। আশা করছি ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে বাড়বে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের অবকাঠামোখাতে অনেক কাজ হচ্ছে। সেই খাতে কিছু ব্যয় হবে, ক্রীড়া প্রশিক্ষণ ও উন্নয়ন খাতেও বিশেষ জোর দেয়া হবে। বিদেশি ক্রীড়া সামগ্রী আনতে আমদানি শুল্ক দিতে হয় অনেক ফেডারেশনকে। আমদানি শুল্ক প্রত্যাহারে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও জানান, কিছুদিন আগে টেবিল টেনিস ফেডারেশনের টেবিল আমরা বিনা শুল্কে ছাড় করিয়েছি। এ রকম আরো অনেক ফেডারেশনকে সহায়তা করার চেষ্টা করি। আমদানি পণ্যের ক্ষেত্রে শুল্কের হারের বিষয়টি কত থাকবে এটা বাজেট পেশের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |