দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে মোট ১৩ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।
মঙ্গলবার (৭ জুন) জাতীয় সংসদে বিরোধী দলীয় এক নেতার লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী গ্রামীণ ফোনের কাছে মোট পাওনা ছিল ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। তারমধ্যে পরিশোধ করা হয়েছে ২ হাজার কোটি টাকা। বর্তমানে বকেয়া পরিমাণ রয়েছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা।
এ ছাড়া রবি আজিয়াটার কাছে পাওনা ছিল ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা, ইতিমধ্যে কোম্পানিটি পরিশোধ করেছে ১৩৮ কোটি টাকা। বর্তমানে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা পাওনা রয়েছে।
অন্যদিকে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের কাছে মোট বকেয়া রয়েছে ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা, আর টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে ১৬শ’ ৩১ কোটি ১৭ লাখ টাকা পাওনা আছে। সব মিলিয়ে সরকার এই চারটি কোম্পানির কাছে মোট ১৩ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা পাবে সরকার।
এ সময় গ্রামীণ ফোন, রবি আজিয়াটা এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন বলে জানান মন্ত্রী।