জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আমার পার্টি থেকে ১০০ জন নির্বাচিত এমপি থাকবে। একশ এমপিকে নিয়ে আমি পার্লামেন্টে যাবো, আপনাদেরকে আমি কথা দিচ্ছি।
শনিবার (২৩ জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিদিশা বলেন, এরিকের চাচা (গোলাম মুহাম্মদ কাদের) জাপার নেতাদের দল থেকে বহিষ্কার করেছেন। আর আমি এরিকের বাবার (হুসেইন মুহম্মদ এরশাদ) মৃত্যুর পর জাতীয় পার্টিকে উদ্ধার করেছি। বহিষ্কৃত নেতারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা আবার দলে ফিরে এসেছেন। আমি আবেগে আপ্লুত। বেঁচে থাকলে এরিক ও আমাকে নিয়ে গর্ব করতেন এরশাদ।
স্মৃতিচারণ করে তিনি বলেন, এরিক বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে। এমন সময় আসলে কোনটা আমি বলবো, আর কোনটা বলবো না ভুলে যাই। এরশাদকে নিয়ে এরিকের দাবি আছে। সে তার বাবা সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীর দিন ১৪ জুলাই সরকারি ছুটি চায়।