ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

জাপা নেতা রুহুল আমিনকে আত্মসমর্পণের নির্দেশ  

আরটিভি নিউজ

সোমবার, ০১ আগস্ট ২০২২ , ০৬:৩৮ পিএম


loading/img
ফাইল ছবি

দুর্নীতির মামলায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

বিজ্ঞাপন

সোমবার (১ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।  

বিজ্ঞাপন

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, এ বি এম রুহুল আমিন হাওলাদার বস্ত্রমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে আর্থিকভাবে লাভবান হতে টেন্ডার ছাড়া ৩১ লাখ ৫৪ হাজার ৭৪০ টাকার কাজ পাইয়ে দেন একটি প্রতিষ্ঠানকে। ১৯৯১ সালের ১৯ নভেম্বর তার বিরুদ্ধে এ অভিযোগ এনে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন, তৎকালীন দুর্নীতি ব্যুরোর উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন।

২০২১ বছরের ২১ জানুয়ারি এ মামলায় রুহুল আমিন হাওলাদারকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুদক।

বিজ্ঞাপন

এ বিষয়ে দুদকের আইনজীবী ফজলুল হক গণমাধ্যমকে বলেন, দুদকের রিভিশন আবেদনের শুনানি নিয়ে রুহুল আমিনের অব্যাহতির আদেশ কেন বাতিল হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে রুহুল আমিনকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |