ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাওনা টাকা চাওয়ায় নারীকে এসিড নিক্ষেপ

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭ , ১২:৪৫ পিএম


loading/img

রাজশাহী নগরীর মতিয়াবিলে পাওনা টাকা চাওয়ায় নারীকে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এসিডদগ্ধ নারীকে বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি আমানউল্লাহ বলেন, এসিডদগ্ধ ওই নারী সুদের ব্যবসায়ী। তিনি এলাকায় সুদের বিনিময়ে টাকা ধার দিতেন। এবার তিনি তার প্রতিবেশী একজনকে টাকা ধার দেন। পরে ধার দেয়া টাকা ফেরত চাইলে তিনি তাকে এসিড নিক্ষেপ করেন।

বিজ্ঞাপন

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এসিড নিক্ষেপের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |