তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যে প্রমাণ হয়েছে যে, তারা পাকিস্তানের এজেন্ট। তাইতো গত পরশু ফখরুল সাহেব বক্তব্যে বলেছেন, পাকিস্তানই ভালো ছিল।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবরা আসলে হৃদয়ে পাকিস্তানকেই ধারণ করেন। এ দেশকে পাকিস্তানের এজেন্টদের হাত থেকে রক্ষা করতে হবে। তারা যদি আবার সুযোগ পায়, তাহলে দেশটাকে আবার পাকিস্তান বানিয়ে ফেলার চেষ্টা করবেন। সুতরাং তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশে পাকিস্তানি এজেন্টদের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি।
দেশের কৃষকরা ভালো আছেন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, দেশের মানুষ ভালো আছেন। দেশ এগিয়ে যাচ্ছে, এজন্য আবার অনেকের মন খারাপ। সমগ্র পৃথিবী আজকে বাংলাদেশের প্রশংসা করছে। এমনকি পাকিস্তানও আমাদের প্রশংসা করছে। কিন্তু এতে অনেকের মন খারাপ। আর সেই মন খারাপের দলের নেতা হচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শেখ হাসিনা কৃষকের কথা চিন্তা করে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে চলেছেন উল্লেখ করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজকে কৃষকরা তাদের ন্যায্যমূল্য পাচ্ছেন। অথচ বিশ্বব্যাংক আইএমএফ সরকারকে কৃষিতে ভর্তুকি প্রত্যাহারের পরামর্শ দিয়েছে। এসব কারণেই ছোট দেশ হওয়ার পরও আমরা আজকে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। গত অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি কৃষিপণ্য আমরা রপ্তানি করেছি।
সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অনেকে।