ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

বিএনপির কর্মসূচিতে হামলা, শীর্ষ নেতারা আহত

আরটিভি নিউজ

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ , ১১:৫৯ পিএম


loading/img

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি, পুলিশের গুলিতে ভোলা ও নারায়ণগঞ্জে তিনজন নিহতের প্রতিবাদে রাজধানীতে মোমবাতি জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এসময় কর্মসূচিতে হামলা হয়। এতে শীর্ষ কয়েকজন নেতাসহ ১০ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও উত্তর বিএনপির সদস্য তাবিথ আউয়াল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্তত ১০ জন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানের দাবি শনিবার সন্ধ্যায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়কের এক পাশে মোমবাতি কর্মসূচি চলাকালে হামলা হয়। তবে কারা হামলা চালিয়েছে তা পরিষ্কার করেননি তিনি।

এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |