ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

৫৭ ধারার উদ্দেশ্য সাংবাদিক নির্যাতন নয় : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৪ জুলাই ২০১৭ , ০৪:৪৯ পিএম


loading/img

কোনো সাংবাদমাধ্যম, গণমাধ্যমকর্মীকে হয়রানি বা নির্যাতনের উদ্দেশ্যে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা করা হয়নি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে তথ্যমন্ত্রী ৫৭ ধারার বিষয় উপস্থাপন করলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা যেন সঠিকভাবে নিয়মের মধ্য থেকে কাজ করতে পারে সেজন্য আইসিটি আইনের ৫৭ ধারা করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে ৫৭ ধারার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে হাসানুল হক ইনু বলেন, ৫৭ ধারার বিরুদ্ধে সাংবাদিকরা আন্দোলন করছেন। তারা এটির বাতিল চান।

এ সময় তথ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চান, এ পর্যন্ত ৫৭ ধারায় কতজন সাংবাদিককে গ্রেপ্তার হয়েছেন।

শেখ হাসিনা বলেন, কেউ যদি দেশের সুনাম ক্ষুণ্ন করতে রাষ্ট্রবিরোধী লেখা লেখেন অথবা কারো বিরুদ্ধে যৌক্তিক প্রমাণ ছাড়াই কোনো নিউজ করেন তাহলে কী হবে? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যাবে না?

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো সাংবাদিককে হয়রানি বা নির্যাতন করতে ৫৭ ধারা প্রণয়ন করা হয়নি। নিয়মকানুন মেনে সংবাদ পরিবেশনের জন্য এটি করা হয়েছে।

এইচটি/সি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |