ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

‘সভা-সমাবেশে লাঠিসোটা রাজনীতির জন্য অশনি সংকেত’

আরটিভি নিউজ

শনিবার, ০১ অক্টোবর ২০২২ , ০১:৪৪ পিএম


loading/img
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

সভা-সমাবেশে লাঠিসোটা নিয়ে মিছিল মিটিং করা রাজনীতির জন্য অশনি সংকেত বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বিজ্ঞাপন

শনিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেলে আহত জাতীয় পার্টি নেতাকে দেখতে এসে তিনি এ কথা বলেন। 

জি এম কাদের বলেন, স্বাধীনভাবে কথা বলা, সভা-সমাবেশ করার কোনো পরিবেশ নেই। এভাবে চলতে থাকলে তা আগামী নির্বাচনের জন্য ভালো হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো কোন্দল নেই। যদিও থেকে থাকে তাহলে তারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয়।

এ সময় জাপার নেতা শফিকুলের এ অবস্থার জন্য সরকারি দল জড়িত বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শফিকুল ইসলাম আদালতে হাজিরা দেওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |