ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ইজ্জত থাকতে ক্ষমতা ছাড়ুন : কর্নেল অলি

আরটিভি নিউজ

বুধবার, ০২ নভেম্বর ২০২২ , ১১:০২ পিএম


loading/img
ফাইল ছবি

সরকারের উদ্দেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জনগণ রাস্তায় নেমে এসেছে। আর দেরি করবেন না। ইজ্জত থাকতে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকার গঠন করুন। যাদের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরবে।

বিজ্ঞাপন

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ আরও বলেন, মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। যে বিএনপির মিছিলে আগে বিশ হাজার লোক হতো, সেখানে এখন কয়েক লাখ লোকের সমাগম হচ্ছে। রংপুর ছিল এরশাদের নেতৃত্বাধীন এলাকা, যেখানে জাতীয় পার্টি ছাড়া কারও প্রবেশাধিকার ছিল না। সেখানে পায়ে হেঁটে, না খেয়ে তিনদিন আগে থেকে লোকজন সমাবেশে উপস্থিত হয়েছিল। এর মানে খি

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি যদি এলডিপি ও জামায়াতেসহ অন্যান্য দলকে নিয়ে ঢাকায় পাঁচ লাখ লোকের সমাবেশ করে, তখন আওয়ামী লীগের অবস্থাটা কী হবে? মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি সেই অবস্থার জন্য অপেক্ষা করবেন?

অর্থনৈতিক সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, নিরপেক্ষ নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |