ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিতে ফুটপাতের ওপর ‘মশারি প্রতিবাদ’

আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ , ০৫:০৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সারাদেশে এডিস মশার উপদ্রব বেড়ে গেছে। যে কারণে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড হারে বাড়ছে।

বিজ্ঞাপন

দেশজুড়ে যখন এমন পরিস্থিতি, তখন ফুটপাতে মশারি টানিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সচেতন নাগরিকদের একাংশ।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নতুনধারা বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ব্যানারে এই ‘মশারি প্রতিবাদ’ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, ডাস্টবিনসহ যেসব জায়গায় এডিসের লার্ভা সৃষ্টি হয়, সেসব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এসব স্থানে নিয়মিত মশক নিধন স্প্রে বা ফগিং করতে হবে।

এ বিষয়ে সংগঠনটির চেয়ারম্যান মোমেন মেহেদী বলেন, উপজেলাগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা পাওয়ার কোনো সুবিধা নেই। সেখানে একজন চিকিৎসকের বিপরীতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার রোগী থাকেন। এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উচিত সমস্যা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাধিকার রক্ষা করা। তা না হলে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর ও উপদপ্তর ক্রমানুসারে ঘেরাও কর্মসূচি গ্রহণ করব।

এ ছাড়া ‘মশারি প্রতিবাদ’ সমাবেশে বক্তারা চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষ সেবা চালু করা, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল স্থাপন, বাংলাদেশ টেলিভিশন-বেতারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে সচেতন করতে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি করপোরেশন মেয়র, সচিব ও মন্ত্রীদের প্রতি আহ্বান জানান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |