সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে মারা গেছেন আবুল হোসেন।তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন
বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।