ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

লড়াই ছাড়া আর কোনো পথ খোলা নেই : নূর

আরটিভি নিউজ

শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ , ০৫:৫০ পিএম


loading/img
ফাইল ছবি

জনগণের মুক্তির জন্য লড়াই ব্যাতীত আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। 

বিজ্ঞাপন

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। 

সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নুরুল হক নূর বলেন, জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা যাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আহমেদ ইসমাইল বন্ধন।

এদিন রাজধানীর জামান টাওয়ারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদ আয়োজিত সেমিনার শেষে দলের সদস্যসচিব নুরুল হক নূরের নেতৃত্বে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |